shasthokothaxyz@gmail.com

+8801953906973

কালমেঘ পাতার উপকারিতা

কালমেঘ একটি ভেষজ উদ্ভিদ। কালমেঘ বা এন্ড্রোগ্রাফিস পানিচুলাটা, যার উল্লেখ আমরা প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ শাস্ত্রে পেয়ে আসছি। এর নিয়মিত সেবন আমাদের নানা রকম রোগের হাত থেকে বাঁচিয়ে রাখে।

fgggg Md Ashiqur Rahman ভিউ: 287

Logo

পোস্ট আপডেট 2021-02-22 18:04:45   9 months ago

আগে গ্রামের অনেকের বাড়িতে এবং বাড়ির আশপাশে দেখা মিলত ঔষধি গুণে ভরা কালোমেঘের। অনেকটা মরিচগাছের পাতার মতো কালো পাতাযুক্ত শক্ত গাছ। ছোট ছোট ফুল ধরে। পরে তা থেকে সরু ফল হয়। ফল থেকে সরিষার মতো ক্ষুদ্র বীজ হয়। বীজ ভেজা মাটিতে লাগালে তা থেকে চারা হয়। কালোমেঘ পাতার নানা রকম উপকারিতার কথা জানা যায়।


আসুন জেনে নেই তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঔষধি গুণ তুলে ধরা হলো-


?কালমেঘ পাতা রক্তকে পরিশুদ্ধ করার ক্ষমতা রাখে। এছাড়া এতে প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট থাকে। ফলে আমাদের ত্বকের নানারকম সমস্যার ক্ষেত্রে কালমেঘ পাতা অত্যন্ত কার্যকরী। এছাড়া কালমেঘ পাতা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে।


?কালমেঘ পাতা আর্থারাইটিস ও গাউট-এর ওষুধ হিসেবেও ব্যবহূত হয়। ১৫ থেকে ২০টি কালমেঘ পাতার রস করে প্রতিদিন খেলে আর্থারাইটিস বা গাউট-এর সমস্যা থেকে দূরে থাকা যেতে পারে।


?কালমেঘ পাতা ডায়াবেটিসের অব্যর্থ ওষুধ। এটি আমাদের শরীরে ব্লাড সুগারের পরিমাণকে কম রাখতে সাহায্য করে। তবে ডাক্তারের পরামর্শ মতোই এক্ষেত্রে এর সেবন করা উচিত।


?ছোট বাচ্চাদের ডায়রিযা বা গ্যাস, খিদে কমে যাওয়া ইত্যাদি নানা রকম রোগের ক্ষেত্রে কালমেঘ পাতার রস ওষুধ হিসেবে কাজ করে। এছাড়া কৃমি হলেও শিশুদের কালমেঘ পাতার রস খাওয়ানো হয়।


?লিভারজনিত যে কোনো রকম সমস্যার অব্যর্থ ওষুধ এই কালমেঘ পাতা। এটি লিভার টনিক হিসেবে ব্যবহূত হয়। অতিরিক্ত মদ্য পান বা অতিরিক্ত কড়া ওষুধ দীর্ঘদিন সেবন করলে আমাদের লিভার ক্ষতিগ্রস্ত হয়। কালোমেঘ পাতা এর নিরাময়ক হিসেবে কাজ করে। এছাড়া আজকাল আমাদের খাদ্যাভ্যাস বা ফল ও সবজিতে ব্যবহূত পেস্টিসাইড আমাদের লিভারকে খারাপ করে দেয়। কালোমেঘের নিয়মিত সেবন এই সমস্যার সব থেকে ভালো সমাধান।


?জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, গলা বসে যাওয়া, টন্সিলাইটিস ইত্যাদি ক্ষেত্রে ওষুধ হিসেবে ব্যবহূত হয়। কালমেঘ পাতা ভালো করে ধুয়ে হালকা গরম জল মিশিয়ে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। এই কালমেঘ পাতার রস যে কোনো রকম ঠান্ডা লাগাজনিত রোগ খুব তাড়াতাড়ি সারিয়ে তুলতে সাহায্য করে। তবে এর স্বাদ অত্যন্ত তিতকুটে, তাই রস খাওয়ার সঙ্গে সঙ্গে এক চামচ মধু খেয়ে নিলে ভালো।


?কালমেঘ ক্যানসার নিরাময়ের ক্ষেত্রেও অত্যন্ত উপকারী। এর ঔষধি গুণ আমাদের শরীরে ক্যানসারের কোষগুলোকে সক্রিয় হতে দেয় না বা ক্যানসারের কোষগুলোকে বাড়তে দেয় না।


?আলসার প্রতিরোধক হিসেবে কালমেঘ পাতার রস খাওয়া হয়। কালমেঘ পাতা হজম ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। এছাড়া এর নিয়মিত সেবন আমাদের শারীরিক শক্তি ও কর্মক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। অনিয়মিত মাসিকের সমস্যা বা এর থেকে হওয়া নানা রকম অবাঞ্ছিত সমস্যার ক্ষেত্রে কালমেঘ পাতার রস উপকারী।
কমেন্ট


সাম্প্রতিক মন্তব্য


Logo

Hossain Ahmed 9 months ago

বেস্ট উপকারী পোস্ট

Logo

Sony Akter 9 months ago

অনেক সুন্দর পোস্ট